মোদির দ্বিতীয় স্ত্রী স্মৃতি ইরানি!

SHARE

1213ভারতের মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় স্ত্রী বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতা নীলামনি সেন ডেকা। রোববার অাসামের গোয়াহাটির নলবাড়িতে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। ভারতের সাবেক কৃষি এই প্রতিমন্ত্রী বলেন, স্মৃতি ইরানিকে অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় স্ত্রী বলে থাকেন।

আসামের সাবেক কৃষিমন্ত্রী নীলামনি স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতাও নিয়েও প্রশ্ন তুলেন। এছাড়া আসাম রাজ্যের কংগ্রেস নেতা ও পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য রূপজ্যোতি কুর্মিও সোমবার এক জনসভায় মোদি ও স্মৃতিকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন।

এদিকে, ডেকার মন্তব্যের কঠোর সমালোচনা করেছে উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির সাধারণ সম্পাদক রাম মহাদেব বলেছেন, ইরানিকে নিয়ে লজ্জাজনক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে মানহানির মামলা করার কথা ভাবা হচ্ছে।