পৌর নির্বাচনে মনিটরিং সেল গঠন করলো ইসি

SHARE

1203পৌরসভা নির্বাচনে ভোটের দিন পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য সাত সদস্যের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির বৈঠকে এ সেল গঠনের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মো. সামসুল আলম বলেন, নির্বাচনের দিন কমিটি ২৩৪ পৌরসভার আইনশৃঙ্খলার পরিস্থিতি তদারকি ও পর্যবেক্ষণ করবেন। এবং তা ইসিকে অবহিত করবেন।

জানা যায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পযায়ের একজন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সুপার (এসপি), বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাব, আনসার ও ভিডিপির মেজর পর্যায়ের কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের সহকারী পুলিশ সুপার অথবা অতিরিক্ত পুলিশ সুপার পযায়ের কর্মকর্তা।