চাঁদপুরের আহসান হাবিবের মনোনয়নপত্র চেম্বারে বহাল

SHARE

1198চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আনা আবেদনের বিষয়ে ‘নো-অর্ডার’ দিয়েছে চেম্বার জজ আদালত। ‘নো-অর্ডার’ দেয়ায় হাইকোর্টের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। স্বতন্ত্র প্রার্থী প্রাঞ্জলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ২৩ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন নৌকা প্রতীকে সরকার সমর্থীত প্রার্থী নাজমুল আলম। আজ (সোমবার) শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন চেম্বার আদালত।

উল্লেখ্য, তথ্য গোপণের অভিযোগে গত ৬ ডিসেম্বর প্রাঞ্জলের মনোনয়নপত্র বাতিল করে চাঁদপুরের রিটানিং কর্মকর্তা। এর বিরুদ্ধে হাইকোর্টে ১৩ ডিসেম্বর রিট আবেদন দায়ের করেন তিনি। পরে তার মনোনয়নপত্র গ্রহণ করতে নিদের্শ দেন আদালত।