সড়কে ভুয়া র‍্যাবের চেকপোস্ট বসিয়ে ডাকাতি, গ্রেফতার ৬

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সাভার প্রতিনিধি,সোমবার, ২৮ মার্চ ২০২২ : সাভারে সড়কে ভুয়া র‍্যাবের চেকপোস্ট বসিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)-৪। এ সময় তাদের কাছ থেকে নকল পিস্তল, ইউনিফর্ম, আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ মার্চ) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।


র‍্যাব জানায়, গত ২৬ মার্চ রাতে সাভারের সিএন্ডবি এলাকায় সড়কের ওপর ভুয়া র‍্যাব পরিচয়ে চেকপোস্ট বসিয়ে একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২টি খেলনা পিস্তল, ২ সেট র‍্যাব ইউনিফর্ম, ৩টি নকল র‍্যাব আইডি কার্ড, দুটি র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ, সিগন্যাল লাইট এবং একটি মোটরসাইকেলসহ ছয় ভুয়া র‍্যাবকে গ্রেফতার করা হয়।
এরা হলেন- শেরপুরের মো. সিদ্দিকুর রহমান (৪০), কিশোরগঞ্জের মো. দুলু মিয়া (৩৫), ফরিদপুরের মো. রাসেল খাঁন (৩২), কুমিল্লার মো. মোবারক হোসেন (৩৭) ও ময়মনসিংহ জেলার মো. শাকিল (৩২), মো. রফিকুল ইসলাম হৃদয় (২৭)।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে পলাতক অজ্ঞাত আরও চার জনের সহায়তায় পরস্পর যোগসাজসে বিভিন্ন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে সাধারণ ও নিরীহ লোকজনসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল।