রমজানে সৌদির পবিত্র দুই মসজিদে তারাবীহ আদায় করতে পারবেন মুসল্লিরা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার, ২৩ মার্চ ২০২২ : আসন্ন রমজানে পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে তারাবীহ নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। করোনা পরিস্থিতি অনুকূলে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। মঙ্গলবার (২২ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত রোববার এই সিদ্ধান্ত নিয়েছেন সৌদি বাদশাহ সালমান। সে অনুযায়ী, দেশটির প্রতিটি মসজিদে ঠাসাঠাসি করে মাগরিবের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। তবে কম সংখ্যক মুসল্লি এশার নামাজ আদায় করতে পারবেন। তথা তারাবীহ পড়তে পারবেন।

কেবল করোনা টিকা নেওয়া মুসল্লিরা মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে তারাবীহ নামাজ আদায় করতে পারবেন। অন্যথায় কঠোর জরিমানার ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে দুই পবিত্র মসজিদ জীবাণুমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও থাকছে।