কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১

SHARE

1192আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে একজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সকালের দিকে বিমানবন্দরের প্রবেশ ফটকের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরের সেনা প্রবেশ ফটকের কাছে ওই গাড়ি বিস্ফোরিত হয়েছে। ফটকটি ন্যাটো জোটের সেনা সদস্যরা ব্যবহার করতেন। জঙ্গিগোষ্ঠী তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং আফগান যৌথবাহিনীর টহলে আত্মঘাতী বোমা হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছে। আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির পাশে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।