বিয়ে পড়িয়ে আলোচনায় নারী কাজি সৈয়দা সাইয়্যাদিন হামিদ

SHARE
বিয়ে পড়িয়ে আলোচনায় নারী কাজি সৈয়দা সাইয়্যাদিন হামিদ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,রোববার, ১৩ মার্চ ২০২২ : বিয়ে সাধারণত পুরুষ কাজিকেই পড়াতে দেখা যায়। তবে গতকাল শুক্রবার (১১ মার্চ) একটি বিয়ে পড়িয়েছেন সৈয়দা সাইয়্যাদিন হামিদ নামের একজন নারী কাজি। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, জিবরান রেহান রহমান ও উরসিলা আলির বিয়ে পড়ান নারী কাজি সৈয়দা সাইয়্যাদিন হামিদ। শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জিবরান রেহান রহমান ভারতের তৃতীয় প্রেসিডেন্ট জাকির হুসেইনের প্রপৌত্র। এই বিয়েতে জিবরানের কাছের বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন অংশ নেয়।

এসময় তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শেষে কুরআনের আয়াত পাঠ করে নবদম্পতির বৈবাহিক, আইনি ও আধ্যাত্মিক মিলনের দোয়া করা হয়।

মুসলিম বিয়ে যেভাবে হয়, ঠিক সেভাবেই পড়ানো হয় এই বিয়ে। প্রথমে ইজাব বা প্রস্তাব দেয়া হয়। পরে বর ও কনের ‘কবুল’ বলার মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ভারতে কোনো নারী কাজির বিয়ে পড়ানো এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে কাজি হাকিমা খাতুন কলকাতায় মায়া ও শামাউন নামে দু’জনের বিয়ে পড়ান।