দীর্ঘ তিনমাস ধরে নিখোঁজ মো. মতিয়ার রহমান নামে এক মাদ্রাসা ছাত্র। নিখোঁজ মতিয়ার রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বজরাপুর গ্রামে। নিখোঁজ মতিয়ারের বয়স পনের বছর। তার পিতার নাম মো. রমজান আলী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সে ঝিনাইদহের কোটচাঁদপুর হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করতো। গত ১১ অক্টোবর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় মতিয়ার। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি করে এখনো পাওয়া যায়নি।
তার পারিবারিক সূত্রে আরো জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার সময় সে বাড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে মতিয়ার রহমানের পিতা কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৬১৫) করেছেন। তিনি মতিয়ার রহমানকে কোথাও পাওয়া গেলে ০১৭০৫০৬৪০৩২ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন।