ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,রোববার, ১৩ মার্চ ২০২২ : আদালতের আদেশ না মানায় দেয়া হয়েছিলো কারণ দর্শানোর নোটিশ। কিন্তু তার জবাব দিয়ে বিচারককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার এক ইউপি চেয়ারম্যান। ক্ষুব্ধ আইনজীবীরা বিচার চেয়েছেন তার।
আদালতের আদেশ পছন্দ হয়নি, তাই বিচারককে নিয়ে প্রকাশ্যে কটূক্তি করছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন। গত ৪ মার্চ এই হুমকি দেন এক মাহফিলে।
তার ক্ষোভের কারণ, এলাকায় একটি জমি নিয়ে দুই পক্ষের বিরোধে সম্প্রতি স্থিতাবস্থা জারি করেন সাতকানিয়া উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক ইব্রাহিম খলিল। কিন্তু তিনি সেটি না মেনে নিজেই জমির দখল বুঝিয়ে দেন এক পক্ষকে। বিষয়টি আদালতের নজরে আনা হলে তাকে কারণ দর্শান বিচারক। এরপর তিনি আদালতে হাজির হয়ে ক্ষমাও চান। কিন্তু পরে সেই ক্ষোভ উগড়ে দেন প্রকাশ্যে।
প্রকাশ্যে একজন জনপ্রতিনিধির এমন মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন আইনজীবীরা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেছে সাতকানিয়া আইনজীবী সমিতি।
চট্টগ্রামের সাতকানিয়া আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন কচি বলেন, আমরা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের অপসারণ চাই।
ইউপি চেয়ারম্যানের হুমকিকে বিচারালয়ের প্রতি হুমকি বলছেন, চট্টগ্রাম আদালতের সিনিয়র আইনজীবীরাও।
তবে নিজের ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন চেয়ারম্যান হেলাল উদ্দিন। ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন একজন বহিষ্কৃত তাঁতী লীগ নেতা।