বাংলাদেশে সানি লিওন

SHARE
অবশেষে বাংলাদেশে সানি লিওন

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ১২ মার্চ ২০২২ : অবশেষে বাংলাদেশে এসেছে ভারতের আলোচিত-সমালোচিত তারকা সানি লিওন। শনিবার (১২ মার্চ) বিকেল ৫টায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী।

এদিন বিকেল ৫টা ০৪ মিনিটে ফেসবুকে সানি লিওন একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যায় বেশ উচ্ছ্বসিত তিনি। তার পেছনেই লেখা ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। আর অভিনেত্রী ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘এমন সুন্দর দেশে এসে খুবই খুশি আমি।’

সানি লিওনের ফেসবুকের স্ক্রিনশট

সানি লিওনের ফেসবুকের স্ক্রিনশট

এর কিছুক্ষণ পরই সানি লিওন আরও একটি ছবি পোস্ট করেন। যেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও বাংলাদেশের গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপস। আর এ ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত।’

এর আগে জানা যায়, সোলজার নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন আলোচিত-সমালোচিত এই নায়িকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে ৩০ দিন দেশে থাকার অনুমতি দিয়েছে। যদিও বিতর্কিত এই নায়িকাকে দেশে আসার অনুমতি দেননি বলে তখন দাবি করেন উপসচিব মো. সাইফুল ইসলাম। মুফোঠোনে চ্যানেল টোয়েন্টিফোরকে উপসচিব বলেছিলেন, তার সাক্ষর জাল করা হয়েছে।

সানি লিওনের ফেসবুকের স্ক্রিনশট

সানি লিওনের ফেসবুকের স্ক্রিনশট

এরপর শুক্রবার (১১ মার্চ) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সানি লিওনের বাংলাদেশে প্রবেশের বিষয়ে বলেন, রিচয় গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন বলিউড নায়িকা সানি লিওন। তবে তা দৃষ্টিগোচর হওয়ায় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেয়া হয়েছিল। সেখানে সানি লিওনকে অনুমতি দেয়া হয়। কিন্তু সানি লিওন নামে যে তিনি পরিচিত তা গোপন করা হয়। ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেয়া হয়েছিল। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ।

বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা আমরা ভাবছি।

ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গেছে। আগামী দিন ভালোই হবে, খারাপের দিকে যাবে না সিনেমা।