রুশবহর নিয়ে বিস্ময়কর তথ্য দিল মার্কিন কোম্পানি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ১২ মার্চ ২০২২ : ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর রাজধানী কিয়েভ দখলে নিতে ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর পাঠায় রাশিয়া।

 অভিযানের ১৮তম দিনে এসে তার একটি বড় অংশকে এখন আর বহরের সঙ্গে দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার কিইভের আকাশ থেকে মেঘ সরে গেলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তোলা ছবিতে রুশ সেনাবহরের অবস্থানের নতুন কিছু ছবি গেলেও পুরো বহরের দৈর্ঘ্য আগের মতো নেই বলে জানিয়েছে মার্কিন স্পেসটেকনোলোজি কোম্পানি ম্যাক্সার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই রাজধানী কিয়েভ দখলে নিতে মরিয়ে হয়ে উঠে রাশিয়া। ইউক্রেনের তিন পাশ থেকে অভিযান শুরুর পাশাপাশি কিয়েভ অভিমুখে রওনা হয় ৬০ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর।
 
রাশিয়ার দীর্ঘ ওই সামরিক বহর ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে রুশ অভিযানের ১৬তম দিনে এসে তার একটি বড় অংশকে এখন আর বহরের সঙ্গে দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার কিয়েভের আকাশ থেকে মেঘ সরে গেলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তোলা ছবিতে রুশ সেনা বহরের অবস্থানের নতুন কিছু ছবি প্রকাশ করে মার্কিন স্পেস টেকনোলোজি কোম্পানি ম্যাক্সার।
সেসব ছবিতে ৪০ মাইল বা ৬০ কিলোমিটার দীর্ঘ সেই বহর আর দেখা যায়নি। ওই বহরের কিছু অংশকে মোতায়েন করা হয়েছে কিয়েভের আশপাশে বিভিন্ন এলাকায়। ম্যাক্সার বলছে, বহরের কিছু সমরিক যানবাহনকে লুবিয়াংকার কাছে জঙ্গলে বা গাছের সারির নিচে দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে।

কিয়েভের ১৭ মাইল উত্তর-পূর্বে, হোস্টোমেলের আন্তনভ বিমানঘাঁটির ঠিক উত্তরে ওজেরা শহরের আবাসিক এলাকার রাস্তায় রাশিয়ার কিছু সামরিক বাহন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। সেখান থেকে আরো তিন মাইল উত্তর-পূর্বে লুবিয়াংকায় রুশ আর্টিলারি বাহিনীর কিছু সরঞ্জাম গাছের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে বলে ভিডিওতে বলা হয়। আর বিমানঘাঁটির ১০ মাইল পশ্চিমে বেরেস্তায়েংকায় দেখা গেছে বেশ কিছু তেলের লরি। একটি মাঠের কাছে গাছের নিচে বেশ কিছু রকেট লঞ্চার অবস্থান নিয়ে আছে বলেও জানায় ম্যাক্সার।
একটি ছবিতে কিয়েভ শহরের ঠিক বাইরে স্তইয়াংকা এলাকায় একটি ওয়্যারহাউজের পোড়া ধ্বংসস্তূপ দেখা গেছে। সেখান থেকে ৮০ মাইল দূরে চেরনিহিভে একটি সুপারমার্কেটও পুড়ে গেছে আগুনে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ভবন।