কুড়িয়ে আনা পরিত্যক্ত প্লাস্টিক বোতল যেন টাকার খনি! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাঙ্গামাটি প্রতিনিধি,শুক্রবার, ১১ মার্চ ২০২২ : পথে ঘাটে পড়ে থেকে যে প্লাস্টিক পরিবেশ দূষণ করে সেটিই এখন মূল্যবান পণ্য। রাঙ্গামাটিতে কুড়িয়ে আনা এই প্লাস্টিক প্রক্রিয়াজাত করে বানানো হচ্ছে কাঁচামাল। যা যাচ্ছে দেশ-বিদেশের কারখানায়।

মেশিনে কাটা হচ্ছে বিভিন্ন সাজের প্লাস্টিকের বোতল। রাঙ্গামাটির একটি কারখানায় এভাবেই পরিত্যক্ত প্লাস্টিক পণ্য পরিণত হচ্ছে ছোট ছোট গুড়ায়। মেশিনের মাধ্যমে কাটার পর তাতে মেশানো হয় মেডিসিন। এরপর ধুয়ে, রোদে শুকিয়ে তা প্যাকেটজাত করা হয়।

প্যাকেটজাত রঙিন প্লাস্টিকের এসব টুকরো কাঁচামাল হিসেবে যাচ্ছে ঢাকার একটি বড় শিল্প কারখানায়। আর সাদা অংশ রপ্তানি হচ্ছে চীনে। যা প্রক্রিয়াজাত করে, পরবর্তীতে তৈরি হয় নতুন পণ্য। এই কাঁচামাল থেকে তৈরি হচ্ছে নতুন প্লাস্টিক পণ্য।

এতোদিন পথে ঘাটে পড়ে থেকে যা পরিবেশ নষ্ট করতো, সেই প্লাস্টিকই এখন মূল্যবান পণ্য। তবে পরিবেশবান্ধব এই উদ্যোগে ঋণ সুবিধা মেলে না বলে অভিযোগ উদ্যোক্তাদের।

রাঙ্গামাটিতে এখন এমন কারখানাআছে দুটি। যেখানে কাজ করে ৫০ জন শ্রমিক। এসব কারখানায় সংগ্রহ করা সাড়ে সাতশো টন প্লাস্টিক থেকে সপ্তাহে গুঁড়া তৈরি হয় ৫ টনের মতো। তাতে বছরে আয় কোটি টাকার উপর।