‘জীবনে এই প্রথম টিসিবি ট্রাকের অপেক্ষায় দাঁড়িয়ে আছি’ (ভিডিও)

SHARE
টিসিবি ট্রাক

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ : প্রতিদিনই হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এক টিসিবির ট্রাকে পণ্য বেচে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা রাষ্ট্রের। কিন্তু প্রয়োজনের তুলনায় সেটি যে কতোটা অপ্রতুল, তা স্পষ্ট হচ্ছে দিনদিন। পণ্যের দামের প্রভাব নিম্নবিত্ত ছাপিয়ে এখন মধ্যবিত্তের সংসারে।

ট্রাকের জন্যে অপেক্ষার প্রহর যেন কাটছেই না ষাটোর্দ্ধ আলিম উদ্দিনের। তার মতই চড়া বাজারে সাশ্রয়ী দামে পণ্যের প্রতীক্ষায় লাইনে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। তবে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও লাভ হয়না। আসেনা টিসিবির পণ্য বাহী ট্রাক।

অভিযোগ করে একজন বলেন, জীবনে প্রথম টিসিবি ট্রাকের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কালকেও ছিলাম, কিন্তু ট্রাক আসেনি। আজ দেখি কি হয়। লাইনে দাঁড়িয়ে থাকা আরেকজন বলছেন, ট্রাক আসলেই মানুষ মারামারি করে সব নিয়ে যাচ্ছা, কোন শৃঙ্খলা নেই। এভাবে চললে আমরা মধ্যবিত্তরা কথায় যাব।

যেখানে আবার পণ্যবাহী ট্রাক খুঁজে পায় অসহায় মানুষ, সেখানেও বিড়ম্বনার অন্ত নেই। এই যেমন জাতীয় ঈদগাহ মাঠের সামনে আসা ট্রাকে ৬১০ টাকার যে বিভিন্ন পণ্যের প্যাকেজ, তা বাদে আলাদা করে দুএকটি পণ্য কেনার সুযোগ নেই। এটাই নাকি এখানের নিয়ম। সেখানে থাকা ৪ কেজি পেঁয়াজেরও আবার বেশিরভাগই নষ্ট।

এতো বিড়ম্বনার পরও স্বল্প দামে পণ্য কিনতে মানুষের লাইন যখন বাড়ছে দিনদিন, তখন অন্তরীনে হেঁশেলের অবস্থা সঙ্গীন অনেক পরিবারে।

এদের মতই একজন রাজধানীর মগবাজারের গৃহিণী মুক্তা। স্বামী সন্তানসহ ৫ জনের পরিবারে আলু ভর্তা, ডাল, ভাতের বাইরে ইচ্ছে করলেও অন্যকিছু রান্নার সুযোগ নেই তার। বাইরে থেকে ঘর-বাড়ি দেখে সংসারের এই অবস্থা বোঝা না গেলেও মুক্তার হেঁশেলের অবস্থা সত্যিই করুণ।

এদিকে সরকারি পরিসংখ্যানে বেড়েই চলছে মাথাপিছু আয়। যা এখন ২৬শ ডলার ছুঁই ছুঁই। তবে এত আয়েও যেন ছোঁয়া দায় নিত্যদিনের বেশিরভাগ পণ্যই। কারণটাও সাধারণ। কোভিড পরবর্তী সময়ে দেশে পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দারিদ্র্যও। যা উঠে এসেছে বিভিন্ন গবেষণা সংস্থার তথ্যে।

বিআইডিএসের  গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন এ বিষয়ে বলেন, এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্যে সরকারেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। এসময় এমন কোন পরিকল্পনা বা পদক্ষেপ নেয়া ঠিক হবে না যা মূল্যস্ফীতি ঘটাতে পারে।

বিবিএসের কোভিড পূর্ব সময়ের এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে উচ্চ ধনীদের আয় বাড়লেও কমেছে সবচেয়ে দরিদ্রদের। বিশ্লেষকদের মতে, যেই বৈষম্য এখন বেড়েছে আরো।