ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ : গেল বছর আগস্টে রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে তালেবানের হাতে পতন হয় আফগানিস্তানের রাজধানী কাবুল। বন্দুকের ক্ষমতায় গোটা আফগানিস্তানকে নিজেদের কব্জায় নিয়েছিল গোষ্ঠীটি। সেই তালেবানই এখন রাশিয়া-ইউক্রেনের পরিস্থিতি নিয়ে শুধু চিন্তিতই নয়, দু’দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তালেবান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্য ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ইউক্রেনের পরিস্থিতির উপর নজর রাখছে। সাধারণ নাগরিকদের মৃত্যু নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই দু’পক্ষকেই আবেদন জানাচ্ছি আপনারা সংযত হন। হিংসা যাতে আর না বাড়ে সে দিকে নজর দিন।’
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘দ্য ইসলামিক আমিরাত অব আফগানিস্তান দু’পক্ষকেই আলোচনা এবং শান্তিপূর্ণ পথে সমাধান খোঁজার আহ্বান জানাচ্ছে।
বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চার দিক থেকে ইউক্রেনকে ঘিরে হামলা চালায় রুশ সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট বার বারই হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন সেনা অস্ত্র সংবরণ না করলে সামরিক অভিযান জারি থাকবে। ইউক্রেনের রাজধানী কিভ দখলের জন্য শুক্রবারই শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছে রুশ সেনা।
ক্রমেই কোণঠাসা হচ্ছে ইউক্রেন। রাশিয়াকে ঠেকানোর জন্য আন্তর্জাতিক মহল থেকে বার বার বার্তা দেওয়া হয় পুতিনকে। অবশেষে সামরিক অভিযানের দ্বিতীয় দিনে পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি তারা।
এদিকে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব উঠছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সেখানে ভেটো জানিয়েছে রাশিয়া।
অন্যদিকে নিউইয়র্ক, প্যারিস, বার্লিন, লন্ডন, মস্কোসহ বিভিন্ন দেশের প্রধান শহরগুলোতে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। মস্কো ছাড়াও রাশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে এক হাজারের বেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানা গেছে।