ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২ : রাশিয়ার সামরিক হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা ভণ্ডুল করে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তারা শত্রুপক্ষের একটি বিমানও ভূপাতিত করেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডার্নাৎস্কি জেলায় একটি ৯ তলা ভবনের ওপর রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কিয়েভে থাকা সিএনএনের একটি দল জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্রস্থলে দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আরেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কিছুটা দূরের এলাকায়।
ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্র উপমন্ত্রী অ্যান্টন হেরাসচেঙ্কো ইউনিয়ন নিউজ এজেন্সিকে বলেছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, যা ক্রুজ বা ব্যালিস্টিক মিসাইলের বলে মনে হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ আগ্রাসন থেকে বাঁচতে ইউক্রেনের মেট্রোস্টেশন ও আশ্রয়শিবিরে মানুষের ঢল নেমেছে। প্রাণভয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ের পেছনে ছুটেছেন, কেউবা পালাচ্ছেন দেশ ছেড়ে। ঘরবাড়ি ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নিতে সীমান্ত পাড়ি দিতে দেখা গেছে মরিয়া সাধারণ নাগরিকদের। এ অবস্থায় প্রধান প্রধান সড়কসহ সীমান্তগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রুশ সেনারা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। রাশিয়ার পুরোদমে সেনা অভিযান শুরুর প্রথম দিনে দেশটিতে সামরিক-বেসামরিক অন্তত ১৩৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার ভোর রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ানরা রাষ্ট্রপ্রধানকে হত্যার মাধ্যমে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।