ব্যাংককে চলছে সম্রাটের শুটিং

SHARE

1172ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খানকে নতুন আঙ্গিকে পর্দায় নিয়ে আসছেন তরুণ নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। এরইমধ্যে ছবিটির বেশিরভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

যা কিছু বাকি ছিলো তারও শুটিং শুরু হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। রাজ তাই বর্তমানে সেখানেই রয়েছেন ‘সম্রাট’ ছবির টিমকে নিয়ে। টিমে রয়েছেন সম্রাট চরিত্রের শাকিব ও রানী চরিত্রের অপু বিশ্বাস। ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

তিনি জানান, ব্যাংকক শহর ও ফুকেটের বিভিন্ন জায়গায় ছবির কিছু দৃশ্য চিত্রায়ন হবে। এরপর গানের দৃশ্যেরও শুটিং হবে সেখানে। শুটিং শেষে নতুন বছরের প্রথমদিন ঢাকায় ফিরবে সবাই।

সম্রাট ছবিতে শাকিব ও অপু বিশ্বাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজা চরিত্রে থাকছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আরো রয়েছেন মিশা সওদাগর, শিমুল খান, ইমন, ডিজে সোহেল, সু্ব্রত প্রমুখ।

ছবিটি আগামী বছরের বিশেষ কোনো দিন দেখে মুক্তি দিতে চান নির্মাতা রাজ।