নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জ প্রতিনিধি,বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ : নারায়ণগঞ্জের বন্দরে বেকারি ও সার্জিক্যাল কারখানাসহ তিনটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

একইসঙ্গে একজনকে আটকসহ অবৈধ সংযোগ ব্যবহারকারী এই তিন প্রতিষ্ঠানকে নগদ তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। এ ছাড়া শতাধিক আবাসিক সংযোগের একটি মূল সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দাসেরগাঁও এলাকায় তৃতীয় দিনের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সৌদিয়া বেকারি, তুলার কারখানা সরকার ট্রেডার্স ও নিরাময় সার্জিক্যাল। প্রত্যেক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সার্জিক্যাল প্রতিষ্ঠানে মালিক না থাকায় ম্যানেজারকে আটক করা হয়।

তবে অবৈধ সংযোগ ব্যবহারের কথা স্বীকার করে তাদের কেউ কেউ অভিযোগ করেন তিতাসের অসাধু কিছু কর্মচারী এর সঙ্গে জড়িত রয়েছেন। তাদের যোগসাজসেই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি হচ্ছে।

বিষয়টি আমলে নিয়ে তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ প্রদানে তিতাসের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত দুই দিনে উপজেলার গোকূলদাশেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাতটি বড় প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।