ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ : পর পর দুইবারের নির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের ক্ষমতার পালাবদল হলো! বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসলেন নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ করেন কাঞ্চন ও নিপুণ। প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি মিশা সওদাগর। এরপর অন্যান্য পদে বিজয়ীদের শপথ পাঠ করান সভাপতি কাঞ্চন।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন।
ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। ফলাফলের পর নিপুণ জয়ী জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ এনেন।
গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করে। একইসঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন আপিল বোর্ডের সদস্য সোহানুর রহমান সোহান।
এদিকে জায়েদ খান জানিয়েছেন, তিনি আইনের আশ্রয় নেবেন। কারণ আপিল বোর্ড মূলত অবৈধ। তারা অন্যান্যভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা হাস্যকর।