সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

SHARE

1165রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ শনিবার দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি সেখান থেকে সরাসরি হযরত শাহ জালাল (র.) এর মাজারে যাবেন। তারপর হয়রত শাহ পরান (র.) এর মাজারে যাবেন বলে জানা গেছে।

এরপর সিলেট ক্যাডেট কলেজে সাবেক ছাত্রদের তিন দিনব্যাপি পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফও অনুষ্ঠানস্থলসহ আশপাশ এলাকা পরিদর্শন করে নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। নিরাপত্তার জন্য এসএমপির বাইরে থেকে ৬শ` পুলিশ সদস্যকে সিলেট আনা হচ্ছে।