নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ তারা আগেই বিয়ে করেছেন। শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এ আয়োজন।
জানা যায়, গুনীন সিনেমার সেটেই পরীমনি-রাজের পরিণয় ঘটে। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের ৯৫ দিন পর গায়ে হলুদের অনুষ্ঠান করেন তারা।
চিত্রনায়িকা পরীমনির চতুর্থ স্বামী শরীফুল রাজের আগে সৌরভ কবির, তামিম হাসান ও কামরুজ্জামানকে বিয়ে করেছিলেন। তবে ঢাকাই সিনেমার এই নায়িকা অতীত ভুলে আগামীর সম্ভাবনার দিকে যেতে দোয়া চান সকলের।