আগামী সপ্তাহে আবারও বৃষ্টির আভাস

SHARE
আগামী সপ্তাহে আবারও বৃষ্টির আভাস

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ১৬ জানুয়ারি ২০২২ : শৈত্যপ্রবাহের কারণে বেশ শীত অনুভূত হচ্ছে। রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে, যা আরো বাড়তে পারে। তবে এরপর শীত কিছু কমলেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শৈত্যপ্রবাহের কারণে বেশ শীত অনুভূত হচ্ছে। রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে, যা আরো বাড়তে পারে। তবে এরপর শীত কিছু কমলেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার রাতে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দিনে সারা দেশে গড়ে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। তাপমাত্রা কমে গেলে রোববার থেকে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে। সপ্তাহের প্রথম ভাগ শীতের তীব্রতা বাড়লেও শেষে কমবে। আগামী সপ্তাহে বৃষ্টির আভাস রয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল, যশোর, বরিশাল ভোলাসহ দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত হয়েছে।