টাকার বিনিময়ে প্রার্থী বাছাই, রিটার্নিং কর্মকর্তাকে শোকজ (ভিডিও)

SHARE
কুমিল্লার মুরাদনগর উপজেলা রিটার্নিং অফিসার বিল্লাল মেহেদী

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লা প্রতিনিধি,মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ : নিজ কার্যালয়ে ইউপি নির্বাচন প্রার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছেন রিটানিং কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও প্রকাশের পর চলছে সমালোচনার ঝড়।

অভিযোগ ওঠে, টাকার বিনিময়ে প্রার্থী বাছাই করেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা রিটার্নিং অফিসার বিল্লাল মেহেদী। আর যারা দিতে পারেনি, তারা লাঞ্ছনার শিকার হন ওই কর্মকর্তার হাতে।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মকর্তা বিল্লাল মেহেদী। তিনি বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনুরোধে তিনি চা-নাস্তার টাকা নিয়েছেন মাত্র।

এ ঘটনায় বিল্লাল মেহেদীকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিস। ওই কর্মকর্তাকে প্রত্যাহারে নির্বাচন কমিশনে চিঠিও দেয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আমাদের নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। বিল্লাল মেহেদীকে শোকজ করা হয়েছে, এবং তিনদিনের মধ্যে তাঁকে জবাব দিতে বালা হয়েছে। জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে  নির্বাচন কমিশনে চিঠি লেখা হবে।

এ উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও মহিলা সংরক্ষিত আসনে মোট প্রার্থী ১৪৪ জন।