ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১০ জানুয়ারি ২০২২ : সিনিয়র সহকারী সচিব। স্ত্রী মৃত। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। বিধবা অথবা ডিভোর্সি সুদর্শনা পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন। আগ্রহীদের বলা হয় সুবিধাজনক জায়গায় বদলির জন্য দরকার টাকা। বিসিএস কর্মকর্তা, নিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক নারীই ইমাম শাহজাদা নামের এক প্রতারকের অভিনব ফাঁদে পা দিয়ে হারিয়েছেন লাখ লাখ টাকা। যদিও রেহাই মেলেনি কথিত সেই সচিবের। ধরা পড়েছেন গোয়েন্দা জালে।
৩০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করা হয়নি জহিরুল হক ওরফে অসীম কুমার সরকারের। যোগ্য পাত্রীর সন্ধানে নিয়মিত পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন।
গোয়েন্দা জালে ধরা পড়ার পর আবিষ্কার হয় তার নাম আসলে ইমাম শাহজাদা। পড়ালেখার দৌড় মাধ্যমিক পর্যন্ত। মুসলমান পাত্রীদের জন্য তিনি জহিরুল হক নামে হিন্দু পাত্রীদের জন্য অসীম কুমার সরকার নামে বিজ্ঞাপন দিতেন। বলতেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব।
ভুক্তভোগী নারী জানান, সে বলে যেভাবে, এটা আমার বিশ্বাস হইছে যে সে সিনিয়র অ্যাসিসট্যান্ট সেক্রেটারি। টাকাটা আমাকে অবশ্যই ফেরত দেবে বলে নিয়ে গেছে। ওইদিন রাতে আবার ছয় লাখ টাকা চান।
পুলিশ বলছে, বিজ্ঞাপন দেখে যারাই তার সঙ্গে যোগাযোগ করেছে তাদের সবার কাছ থেকেই সে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এখন পর্যন্ত বিভিন্ন নারীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার মো. হারুণ অর রশীদ বলেন, বিসিএস ক্যাডার পরিছয় দিয়ে ডিভোর্সি নারীদের বিয়ে করতে চান। এই সুযোগ নিয়ে অনেক নারী থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ টাকা নিয়ে সে জুয়া খেলে; তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে।