ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ০৫ ডিসেম্বর ২০২১ : মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদানের কথা তুলে ধরে শব্দ সৈনিক ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করার জন্য তৎকালীন সময়ে যেসব গান প্রচারিত হত, সেসব গান শুনেই যোদ্ধারা তাদের মৃত্যুর কথা ভুলে গিয়ে সমরযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেন।
শনিবার (৪ ডিসেম্বর) চ্যানেল24 এ প্রচারিত জনযুদ্ধের গণযোদ্ধা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা বলেন।
শেখ সাদী বলেন, আমি ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু দুটি ভাষণ আমার জীবনের মোর ঘুরিয়ে দেয়। এ দুটি ভাষণের মধ্যে অন্যতম ভাষণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ। এ ভাষণ শুনে আমি নতুনভাবে ভাবতে শুরু করি।
তিনি বলেন, সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের আমাদের ওপর শোষণ এবং নিপীড়নের চিত্র তুলে ধরেন। তখন বুঝতে পারলাম কেন আমাদের জন্য স্বাধীনতা প্রয়োজন।
বিস্তারিত ভিডিওতে