ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ডা. তাহমিনা আক্তার,রোববার, ০৫ ডিসেম্বর ২০২১ : দাম্পত্যজীবনে কলহ,হতাশা,অস্থিরতা,হতাশা,কিংবা পারষ্পরিক সম্পর্কের টানাপোড়েন এর অনেক কারনের মধ্যে অন্যতম একটি হলো পুরুষের দ্রুত বীর্যপাত বা Premature Ejaculation.কিন্তু সামাজিক ব্যবস্থা ও লোক লজ্জার ভয়ে এই ব্যাপারগুলি কখনো সামনে আসে না।
দ্রুত বীর্যপাত বা Premature Ejaculation এর লক্ষণ সমুহঃ DMS-5 অনুসারে,একজন ব্যক্তি যদি নিম্নোক্ত সমস্যা সমূহ অনুভব করেন,তবে তার দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছেঃ
ক) শারীরিক সম্পর্কের ১মিনিটের কম সময়ের মধ্যে বীর্যপাত।
খ) যদি এই সমস্যা ৬মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে।
গ) ৭৫-১০০% ক্ষেত্রে যদি সময়ের আগেই বীর্যপাত হয়ে যায়।
ঘ) পার্টনারের মধ্য যৌন অসন্তোষ, হতাশা সৃষ্টি হওয়া।
ঙ) কোন মানসিক বা শারীরিক রোগের উপস্থিতি, যা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
চ) কোন মাদকদ্রব্য বা ওষুধ সেবন,যার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে।
দ্রুত বীর্যপাতের কারণঃ
দ্রুত বীর্যপাতের কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়ঃ
১)জৈবিক কারন
২) মানসিক কারন
১) জৈবিক কারণ সমূহঃ
ক) ডায়াবেটিস।
খ) থাইরয়েড গ্রন্থির সমস্যা।
গ) বিভিন্ন হরমোন জনিত সমস্যা।
ঙ)হৃদরোগ।
চ) মূত্রনালির সংক্রমন ও প্রদাহ।
ছ) বিভিন্ন রোগ, যেমনঃ সিফিলিস, গনোরিয়া ইত্যাদি।
জ) বিভিন্ন ওষুধ।
ঝ) সার্জারি বা আঘাত জনিত কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে।
২) মানসিক কারণ
ক) দুঃশ্চিন্তা/মানসিক চাপ/ডিপ্রেশন।
খ) শারীরিক দূর্বলতা।
গ) সঠিক যৌন শিক্ষার অভাব।
ঘ) প্রি ম্যারাইটাল বা বিবাহ পূর্ব কাউন্সিলিং এর অভাব।
ঙ) সেক্স সম্পর্কে ভুল ধারনা।
চ) কম বয়সে সহবাস।
ছ) অতিরিক্ত প্রত্যাশা।
জ)আগের ব্যর্থতা বার বার মনে করা।
ঝ)সেক্সুয়াল এবিউজ।
ঞ)সম্পর্ক অবনতি /দাম্পত্য কলোহ।
ট)চাকরি -ব্যবসা জনিত কারণে দূরে থাকেন এবং অনেকদিন পরপর শারীরিক সম্পর্কের সুযোগ পান।
ঠ)মাদকাসক্ত /নেশাগ্রস্ত।
সমাধান ও চিকিৎসাঃ
সঠিক রোগ নির্ণয় এবং সে অনুযায়ী চিকিৎসা ও কাউন্সেলিং গ্রহনের মাধ্যমে ৯০-৯৫% ক্ষেত্রে দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত পুরুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।তাই ভয় বা লজ্জা পেয়ে রোগ না লুকিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন,সুস্থ থাকুন।