শূন্যে ভাসমান রেস্তোরাঁ, মিলবে হাওয়ায় ভেসে থাকার অনুভূতি (ভিডিও)

SHARE
Coxbazer Fly Resturent

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজার প্রতিনিধি,শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ : মেঘের ছোঁয়া আর শূন্যে ভেসে সাগর সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ। অবাক করা এমন সুবিধার রেস্টুরেন্ট চালু হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। নাম দেয়া হয়েছে ফ্লাই ডাইনিং। যেখানে রোমাঞ্চকর অনুভূতির সঙ্গে স্বাদ নেয়া যাবে খাবারের।

চারপাশে চেয়ারে বসলেই মিলবে হাওয়ায় ভেসে থাকার অনুভূতি। উপভোগ করা যাবে সাগর আর মেঘের অনাবিল সৌন্দর্য। এতদিন অনেকটা স্বপ্ন থাকলেও এখন বাস্তবেই এমন উড়ন্ত ডাইনিংয়ের দেখা মিলছে কক্সবাজারে। যাতে আয়েশি ভঙ্গিতে দুপুর কিংবা রাতের খাবার খেতে পারেন যে কেউ। রয়েছে বাড়তি বিনোদনের ব্যবস্থাও। দেশে নতুন মাত্রার এই রেস্টুরেন্ট চালু হয়েছে শহরের সুগন্ধা পয়েন্টে।

মাটি থেকে ১৬০ ফুট উঁচুতে বিশেষ পাটাতনের ওপর চেয়ার, টেবিল বসিয়ে তা ঝুলিয়ে রাখা দেয়া হয়েছে একটি ক্রেনে। এমনভাবে ঝুলানো যাতে দেখলে মনে হবে এটি উড়ছে। তাই নামও উড়ন্ত ডাইনিং। ২০ জনের ধারণক্ষমতার এই রেস্টুরেন্টে খাবার পরিবেশন হবে চতুর্দিকে ঘুরতে ঘুরতেই।

কক্সবাজার ফ্লাই ডাইনিংয়ের ব্যবস্থাপক আমান উল্লাহ জানান, এখানে সবধরনের পার্টি করার ব্যবস্থা রাখা হয়েছে। দুই ঘণ্টা অবস্থানে যাতে খরচ পড়বে জনপ্রতি ছয় থেকে আট হাজার টাকা।

রেস্টুরেন্টটি পর্যটনে নতুন এক মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম জানান, এটি কক্সবাজার পর্যটনে যোগ করবে নতুন মাত্রা। যা বাংলাদেশের পর্যটন খাতে নতুন ইতিহাস তৈরি করবে।

দুবাই, প্যারিস, বার্লিনসহ বিশ্বের বিভিন্ন শহরের পর এই প্রথম বাংলাদেশে চালু হলো ব্যতিক্রমী ফ্লাই ডাইনিং।