পাবলিক জাতীয় পার্টির নেতাদের আ.লীগের দালাল বলে: চুন্নু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ২৮ নভেম্বর ২০২১ : জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের প্রশংসা করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে পাবলিক এখন জাতীয় পার্টির (জাপা) নেতাদের আওয়ামী লীগের দালাল বলে। আমরা এই তকমা মুছতে চায়।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে ‘মহাসড়ক বিল-২০২১ ’-এর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব এ কথা বলেন।

সংসদে মহাসড়ক বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের একাধিক সদস্য সড়কে নৈরাজ্যকর পরিস্থিতি, অনবরত প্রাণহানিতে মন্ত্রী এবং সরকারের তীব্র সমালোচনা করেন।

এসময় জবাব দিতে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনারা শুধু বিরোধীতাই কইরেন না, সরকারের ভালো কাজেরও প্রশংসা করুন।

তখন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না, এটা ঠিক নয়। সরকারের প্রশংসা করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে।

তিনি বলেন, আর কত প্রশংসা করবো, বলেন। আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে তাহলে তো কিছু করার নাই।

সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে চুন্নু বলেন, আপনি যদি চান আমরা শুধু সরকারের প্রশংসা করব, এটা বোধ হয় বিরোধী দলের কাজ নয়।