ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ২৭ নভেম্বর ২০২১ : বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গিয়ে স্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। জয় পেয়েছিল প্রথম দু’টিতে। কিন্তু শেষ ম্যাচে হেরে যায় থাইল্যান্ডের কাছে। তারপরও বাংলাদেশের স্বপ্ন আটকে থাকেনি। ইতিহাসে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রকোপ বাড়ায় বাতিল হয়ে গেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। কেননা বাছাইপর্বের ভেন্যু ছিল জিম্বাবুয়ে। সেপ্টেম্বরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আটে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ।

স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরইমধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সেখানে এবার যোগ হল-বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ২০২২ সালে মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের।

বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় শুভ সূচনা করে নিগার সুলতানারা। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়। তৃতীয় ম্যাচে এসে ডার্কওয়াথ লুইস পদ্ধতিতে থাইল্যান্ডের কাছে হার মানতে হয়। থাই মেয়েদের কাছে হারলেও গ্রুপ এ শীর্ষেই অবস্থান ছিল বাঘিনীদের। অন্যদিকে গ্রুপ বিতে শীর্ষে থাকায় বাংলাদেশের সঙ্গে পরের পর্বে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির টুর্নামেন্ট প্রধান ক্রিস টেলি বাছাই পর্ব বাতিল নিয়ে বলেন, আমরা খুবই হতাশ যে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো দেয়া হয়েছে। দলগুলো আবার না ফিরতে পারার শঙ্কা আছে। তাই টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে।