মুক্তিযুদ্ধের সেই সিনেমা নিয়ে যা বললেন পাকিস্তানি অভিনেত্রী (ভিডিও)

SHARE
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সিনেমা নিয়ে উচ্ছ্বাসিত অভিনেত্রী হারেম ফারুক

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,বুধবার, ১৭ নভেম্বর ২০২১ : পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে পাকিস্তানি সিনেমা ‘খেল খেল ম্যায়’। এটি আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এ নিয়ে ইতোমধ্যে তারকাদের কাছ থেকে পর্যালোচনা আসতে শুরু করেছে। যে কারণে ভক্ত-অনুরাগীসহ সবার মাঝে উত্তেজনা বিরাজ করছে।

সম্প্রতি সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়া টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হারেম ফারুক।

অভিনেত্রী সোশ্যালে লিখেছেন, ‘কী আনন্দ। বড় পর্দায় সিনেমা দেখা কী যে আনন্দ এবং ভালো লাগার। পরিচালক নাবীল কুরেশি এবং প্রযোজক ফিজা আলী, মীর্জা আপনারা বিনোদনের মাধ্যমে ইতিহাসের পুনঃলিখন করেছেন। বন্ধুরা, ‘খেল খেল ম্যায়’ সিনেমাটি অবশ্যই দেখতে হবে।’

হারেম তার পোস্টে পরিচালক-প্রযোজক ছাড়াও অভিনেত্রী সজল আলী এবং বিলাল আব্বাস খানকে তাদের দুর্দান্ত অভিনয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তার এই পোস্টের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে সিনেমাটি দেখার আগ্রহ আরও বেড়ে গেছে। এখন শুধু মুক্তি পর্যন্ত অপেক্ষা।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা নিরীহ বাঙালির ওপর হামলা চালায়। বাঙালিদের ওপর পৈচাশিক নির্যাতন চালায় পাকিস্তানি বাহিনী। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম লাভ করে বাংলাদেশ। আর লজ্জাজনক পরাজয় বরণ করে পাকিস্তান।

নিজেদের সিনেমায় সেই কুকর্ম ফুটিয়ে তুলেছে পাকিস্তান! আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘খেল খেল ম্যায়’। গত ৮ নভেম্বর সিনেমার ট্রেইলার প্রকাশ পেয়েছে ইউটিউবে। এর আগে ৩০ অক্টোবর প্রকাশ্যে আসে টিজার।

‘খেল খেল ম্যায়’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সজল আলী ও বিলাল আব্বাস খান। এছাড়াও আরও অভিনয় করেছেন মেরিনা খান, শেহেরিয়ার মুনাওয়ার, জাভেদ শেখ এবং মানজার সেহবাই। এর চিত্রনাট্য লিখেছেন ফিজা আলি, মীর্জা ও নাবীল কুরেশি।