ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুমিল্লা প্রতিনিধি,মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ : পারিবারিক কলহের জেরে বাবাকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি আইজিপি’র স্ত্রী নজরে এলে সন্তানের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেয়া হয়। অভিযুক্ত ছেলেকে আটক করা হলেও বাবার ক্ষমায় ছেড়ে দেয়া হয় তাকে। পুলিশ বলছে, সন্তানের প্রতি বাবার এমন মমত্ববোধ উদাহরণ হয়ে থাকবে।
শারীরিক নির্যাতন আর অকথ্য ভাষায় গালাগালি, পারিবারিক কলহের জেরে বাবার প্রতি ছেলের এমন নিষ্ঠুরতার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুরু হয় তোলপাড়। বিষয়টি নজরে আসে পুলিশ মহাপরিদর্শকের স্ত্রীর। নির্দেশ দেয়া হয় ভুক্তভোগীর সন্তানের বিরুদ্ধে ব্যবস্থার নিতে। এরপর অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত ছেলেকে। বাড়িতে নিলে বাবার পা ধরে ক্ষমা চায় ছেলে রাসেল আহমেদ। অশ্রুসিক্ত হয়ে ওঠেন উভয়ই। এরপর সন্তানকে ক্ষমাও করে দেন বাবা মাহে আলম।
অভিযুক্ত ছেলে রাসেল আহমেদ বলেন, যে কাজ করেছি তা দুঃখজনক কাজ হয়ে গেছে। আমি এই কাজটির জন্য বাবা-মার কাছে ক্ষমাপ্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি।
বাবা মাহে আলম বলেন, সে আগে ভালো ছিল। কোনদিন সে আমার সঙ্গে অপমানজনক কাজ করে নাই। দুঃখজনকভাবে ঘটনাটি ঘটে গেছে। সে মাফ চেয়েছে আমি মাফ করে দিয়েছি।
এ ঘটনায় অনুতপ্ত ছেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। সন্তানের প্রতি বাবার এমন মমত্ত্ববোধ উদাহরণ হয়ে থাকব, বলছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, এক বড় একটি ঘটনার পরও উনি নিজ সন্তানকে ক্ষমা করে দিয়েছেন। এর থেকে আমাদের সন্তানদের বুঝতে হবে আসলে আমরা কাদের সঙ্গে কি ধরনের আচরণ করছি। এর দ্বারা তারা যে মহান এ বিষয়টি প্রমাণিত হলো।
এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারিবারিক বন্ধন দৃঢ় করার প্রত্যাশা সবার।