ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,সোমবার, ১৫ নভেম্বর ২০২১ : সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে সাবেক স্বামী পারভেজ সানজারিকে এসিড নিক্ষেপের মামলায় চার্জগঠন করেছেন আদালত।
রোববার (১৪ নভেম্বর) বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না এ আদেশ দেন।
এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হলো। ঢাকার এসিড দমন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিন চার্জ গঠনের সময় মিলা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী মিলা ও পারভেজ সানজারির বিয়ে হয়। বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয় পরের বছরই।
জানা গেছে, ২০১৯ সালের গত ৫ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মিলা ছাড়া অন্য আসামি হলেন—পিস জন পিটার হালদার কিম। তাকে মিলার সহযোগী দেখানো হয়েছে।
অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় মিলার বিরুদ্ধে মামলাটি করা হয়। মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি ২ জুন অ্যাসিডে দগ্ধ হন।