গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নবনির্বাচিত ইউপি সদস্য নিহত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাইবান্ধা সদর প্রিতিনিধি,শনিবার, ১৩ নভেম্বর ২০২১ : গাইবান্ধা সদর উপজেলায় দুর্বৃত্তের হামলায় নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ (৪২) নিহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বামুনিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার লক্ষীপুর বাজারে বন্ধু রুহুল আমিনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য আব্দুর রউফ। ভাঙা ব্রীজ এলাকায় হঠাৎ তার উপর হামলা করে আরিফ নামে এক যুবক। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রউফের মাথায় কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে।

এর আগে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোড়ক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন।

নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।