ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ০৭ নভেম্বর ২০২১ : সারাদেশে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) বিকেল থেকে দেশের সব রুটে আগের নিয়মে এ যান চলবে।
এদিন বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে বৈঠক শেষ হয়। পরে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য জানান।
তিনি বলেন,‘সোমবার থেকে বাস ভাড়া বাড়ছে। বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাই দেশজুড়ে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ফলে বাসের ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএর সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। সেখানেই এ সিদ্ধান্ত হয়।