ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ০৬ নভেম্বর ২০২১ : রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও তুরাগ থানা এলাকায় তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন রাজপথে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দুই পক্ষের ভিতরেই চলছিল মারামারি, হামলা ও মামলা। আর এই মামলা হামলা চলছিল সাভার জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায়। বর্তমানে এ আন্দোলন উত্তরার বিভিন্ন সেক্টরে রাস্তাগুলোতে শুরু করেছেন তারা।
এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে ওপেন মহড়া দিচ্ছে উত্তরার রাজপথে। এলাকায় আধিপত্য বিস্তারকে ধরে রাখতে তারা এ মহড়া দিচ্ছেন বলে জানান তৃতীয় লিঙ্গের রাজপথে আন্দোলনকারী নেতারা।
এলাকার আধিপত্য বিস্তারকে ধরে রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার তোয়াক্কা না করে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়ে থাকে উত্তরার বিভিন্ন সেক্টরের রাস্তায়। গত ২৪ অক্টোবর উত্তরা ১২ নম্বর সেক্টরে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হলে এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে বলে তারা জানায়।
আবারো রাস্তায় দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া করার জন্য শোডাউন দিচ্ছে উত্তরার বিভিন্ন রাস্তায়। তবে এ বিষয়ে তৃতীয় লিঙ্গের নেতা কচি হিজরা ও আপন হিজরার কোন বক্তব্য পাওয়া যায়নি।