সাহেদের সঙ্গে স্বাস্থ্যের ডিজি কালামের এত মহব্বত কীভাবে হয়েছিল?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,০৮ অক্টোবর ২০২১ :  আলোচিত চরিত্র সাহেদের সঙ্গে মহব্বত কী করে হয়েছিল? করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে গেলে তাকে এ প্রশ্ন করেন বিচারক।

উত্তরে আজাদ বলেছেন, চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেন না, জানতেনও না যে সাহেদ প্রতারক। পরে অসুস্থতা বিবেচনায় সাবেক ডিজিকে জামিন দেন আদালত। দুদক বলছে, তার বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

 
রিজেন্টকাণ্ডের শুরু থেকেই নাম আসে সে সময়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের। মামলায় তার নাম বাদ দেওয়া হলেও তদন্তে তথ্য উপাত্ত মেলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
 
এ মামলাতেই বৃহস্পতিবার (০৭ অক্টোবর) আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। তাকে পেয়ে বিচারক জানতে চান- রিজেন্টের সাহেদের সাথে তার এত মহব্বত কীভাবে হয়েছিল। নিজেকে নির্দোষ দাবি করে আদালতে সাবেক ডিজি বলেছেন- রিজেন্টের সাহেদের সাথে চুক্তি স্বাক্ষরের আগে তাকে চিনতেন না। সাহেদ যে প্রতারক এটিও জানতেন না তিনি।
এর আগে শুনানি হয় তার জামিন আবেদনের। অসুস্থতার কথা বলে আদালতে জামিন চান তার আইনজীবীরা। মঞ্জুর করেন আদালত। দুদক বলছে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণের তথ্য উপাত্ত হাতে রয়েছে।
 
তিন হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা কথা বলে তিন হাজার ৫০০ টাকা হিসেবে মোট এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ এবং ১ কোটি ৯৬ লাখ টাকা আত্নসাতের চেষ্টার অভিযোগে ২০২০ এর সেপ্টেম্বরে শাহেদ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে এ মামলায় আসামি করা হয় সাবেক ডিজিকে।