সপ্তাহে দুদিন হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ : তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস আগামী সপ্তাহ থেকে এক দিনের পরিবর্তে দুই দিন করে হবে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।এবিষয়ে আদেশ দিয়ে জানানো হবে বলে জানিয়েছে প্রাথমিক অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল। এর আগে ১৭ সেপ্টেম্বর অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে ২ দিন করা হয়েছে।

এরইমধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এক নির্দেশনায় জানিয়েছে, অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুদিন করা হবে।এর আগে, ৭ সেপ্টেম্বর স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের একটি মৌলিক রুটিন প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।এ বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হচ্ছে।