স্বেচ্ছাসেবী আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।।

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),প্রেস বিজ্ঞপ্তি,মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ : আদর্শ মেঘনা সামাজিক সংগঠনে কুমিল্লা জেলার অন্যতম একটি সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ১৯ ই সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।

করোনা কালীনে অসহায় অভাবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ১০০০ পরিবারের মাঝে।।
শীতকালে শীতার্তদের কম্বল উপহার প্রদান।।

সচেতনমূলক বিভিন্ন সামাজিক র‍্যালী, সেমিনার ও সভা সমাবেশে অংশগ্রহণ।।

দায়গ্রস্ত পিতাকে মেয়ের বিয়ে উপলক্ষে নগদ আর্থিক সাহায্য প্রদান ।।

রোগীর ডাক্তার সিরিয়াল সেবা ৫০০ জন কে।।

সাংস্কৃতিক অনুষ্ঠান “বাবা কে নিয়ে স্মৃতিচারণ লেখা ২০২০ সফল করা।।

সাংস্কৃতিক অনুষ্ঠান প্রিয় ব্যক্তিত্ব কে নিয়ে কসপ্লে ২০২১ সফল করা।।

স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ।।

মেধাবী ছাত্রছাত্রীদের সামাজিক কাজে মনোযোগ বাড়ানো।।

সরকারি বিভিন্ন দিবসে সংগঠনের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে কর্মসূচী পালন ও বাস্তবায়নের জন্য পরিকল্পনা।।

যৌতুক নিরসন,নারী নির্যাতন দমন ও অধিকার আদায়ে সচেতন বাড়ানোর জন্য সংগঠনের ফেসবুক গ্রুপে পোস্ট দেয়া হয় ।।

ইসলামিক জ্ঞান অর্জনে বৃদ্ধিতে আল কোরআনের আয়াত, তাফসীর ও হাদিস নিয়ে সংগঠনের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে মানুষের মাঝে পৌছানো হয়।।

২ টি মাদ্রাসার ইয়াতীম খানায় খাদ্য সামগ্রী প্রদান।।

বৃক্ষরোপন ও পরিবেশ উন্নয়নের জন্য সংগঠনের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে সচেতন বাড়ানো হয়।।

আমাদের হাতে যেসব পরিকল্পনা রয়েছে…….

১। প্রতিটি স্কুল/ মাদ্রাসা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা। (বাৎসরিক)
২। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন করা।।(বাৎসরিক)
৩।ওয়াজ বা তাফসীর মাহফিল করা।(বাৎসরিক)
৪। ইউনিয়ন ভিত্তিক খেলাধুলার আয়োজন করা।(বাৎসরিক)

এছাড়াও আরো না বলা অনেক কর্মসূচি রয়েছে আমাদের পরিকল্পনায়। ইনশাআল্লাহ সম্মানীত উপদেষ্টা, কার্যনির্বাহি ও সকল শুভাকাঙ্ক্ষীকে সাথে নিয়ে কাজ করে যাবে এই আদর্শ মেঘনা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনটি। একটি সেবা, শিক্ষামূলক সংগঠন। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে। নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্তমানবতার সেবায় ও সমাজ উন্নয়নে।।

এমনি প্রেক্ষাপটে একঝাক সচেতন মেধাবী ছাত্রছাত্রী তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন
“আর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত ” এই স্লোগানকে বুকে ধারণ করে “আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের ” পদযাত্রা শুরু হয়।

আমি প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।।