মোমের আলোয় উদ্ভাসিত হলো মধু পূর্ণিমার উৎসব

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ : অবশেষে প্রাণ মিলেছে প্রাণে। আজ ছিলো বৌদ্ধধর্মের দ্বিতীয় বড় উৎসব মধু পূর্ণিমা। গেলো দু’বছর করোনার ভিন্ন প্রেক্ষাপটে প্রাণহীন ছিলো এই উৎসব আয়োজন। তবে, এবার স্বল্প পরিসরে হলেও সুরক্ষা মেনেই উদযাপন হয়েছে। যেখানে প্রাণের প্রার্থনায় ছিলো সৌহার্দ্য আর সম্প্রীতির বারতা।

বানরের এই মধুদান নিছক একটি ঘটনা বলে মনে হলেও, এর পেছনে রয়েছে তির্যক প্রাণীর বুদ্ধ ভক্তি এবং দান সেবা ও ত্যাগের পরম শিক্ষা। যে শিক্ষায় দিক্ষা নিতেই স্বতস্ফুর্ত এই ধর্মীয় উৎসবে প্রতিটি প্রাণ মিলেছিলো প্রতিটি প্রাণে।

যদিও করোনার ভিন্ন প্রেক্ষাপট, তবুও দুবছর পর এমন উদযাপন ছিলো সুরক্ষার বিধিনিষেধ। সাথে ছিলো স্বল্প পরিসরে নিয়ম মেনে সব আয়োজনই। যেখানে মোমের আলোয় উদ্ভাসিত হৃদয় বারতা ছিলো আগরবাতির সুঘ্রাণেই।

কর্ম বিপাক সৃষ্টি করে, আবার বিপাকই কর্ম সৃষ্টি করে বৌদ্ধ শাস্ত্রের এই মন্ত্রে, সবারই প্রত্যাশার রঙ ছিলো মধু পূর্ণিমার জ্যোছনায় ধুয়ে যাক সব পাপ-পঙ্কিলতা। শুদ্ধ হোক মানবধর্ম।