ভাড়া না দেওয়ায় লঞ্চ থেকে পানিতে ফেলা হলো দুই শিশুকে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গজারিয়া প্রতিনিধি,রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে সজীব (১২) ও মেহেদুল (১৩) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন মাঝ মেঘনায় স্পিডবোট থামিয়ে শিশু দু’টিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া শিশুদের বাড়ি নোয়াখালী জেলায়।

গজারিয়া থানার ওসি জানান, বেলা ১১ টার দিকে স্পিডবোট নিয়ে পার হওয়ার সময় তিনি মেঘনা নদীর মাঝখানে দুই শিশুর চিৎকার শুনে এগিয়ে যান। পরে তাদের পানি থেকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া শিশুদের বরাত দিয়ে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, তারা সদরঘাট থেকে চাঁদপুর যাওয়ার জন্য ইমাম হাসান-৫ লঞ্চে পানি বিক্রির জন্য ওঠে। কিন্তু তাদের কাছে ভাড়ার টাকা না থাকায় উক্ত লঞ্চের স্টাফরা লঞ্চ থেকে তাদেরমাঝ নদীতে ফেলে দেয়।

পরে দুই শিশুকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে সদরঘাটগামী অপর একটি লঞ্চে উঠিয়ে দেন তিনি।