ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির গ্রেপ্তার প্রক্রিয়া আপিল বিভাগের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন হাইকোর্ট। এছাড়া মানুষের জীবন অত্যন্ত মূল্যবান সেটিও পুলিশ বিভাগের বোঝা উচিত বলে মন্তব্য করেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) পরীমণিকে দফায় দফায় রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে লিখিত আদেশে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
লিখিত আদেশে আদালত বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে তদন্তকারী কর্মকর্তা পরীমণিকে তিনবার রিমান্ডে নিয়েছেন। অথচ প্রথমবারই রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যথেষ্ট সময় পেয়েছেন।
আদালত আরও বলেন, পুলিশ বিভাগের বোঝা উচিত, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আইনি ভিত্তি ছাড়া রিমান্ড চাইতে পারে না পুলিশ। অথচ এই মামলায় পুলিশ তিনবার রিমান্ডে নিয়েছে পরীমণিকে। যা ফৌজদারি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।
গত ২ সেপ্টেম্বর আলোচিত অভিনেত্রী পরীমণিকে কয়েক দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনায় সংশ্লিষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা চান আদালত। এতে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতে ব্যাখ্যা দাখিল করার জন্য বলা হয়েছে। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। আগামী ১০ দিন পর আদালতে হাজির হতে বলা হয়েছে তাদের। রাজধানীর বনানী থাকায় পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার সকল নথি ও মামলার কেস ডকেটও তলাব করেছেন আদালত।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেডআই খান পান্না ও সৈয়দা নাসরিন।
এর আগে গত ২৯ আগস্ট উচ্চ আদালতের রায় না মেনে মাদক মামলায় নায়িকা পরীমণির বারবার রিমান্ড চ্যালেঞ্জ করে আবেদন করা হয় আদালতে। আবেদনে এ নায়িকাকে রিমান্ডে নেয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় অমান্য করার অভিযোগ তোলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এই আবেদন করেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে তিন দফায় রিমান্ডে নেয়া হয়। এরপর কারাগারে টানা ২৭ দিন বন্দী থাকার পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান এ অভিনেত্রী।