ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ : আমি একজন সাধারন মানুষ হিসেবে অন্যায়ের বিচার চাচ্ছি। ঢাকাসহ দেশব্যাপী হিজড়া সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করে যাচ্ছে এটা মেনে নেয়া যায়না। অথচ পুলিশসহ প্রশাসনের সবাই নীরবে তা মেনে নিচ্ছে! তাহলে তাদের শক্তি কি পুলিশ-প্রশাসনের চেয়েও বেশি?’
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর টেকনিক্যাল মোড়ে চলন্ত বাসে হিজড়া সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়ে এভাবেই ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী ফাহাদ হোসাইন।
জানা যায়, এদিন দুপুরে ব্যবসায়িক কাজে সাভার থেকে ঢাকা যাওয়ার পথে গাবতলী পাতাল সড়কের সামনে একদল হিজড়া তাকে বহনকারী হিমাচল বাসে উঠে যাত্রীদের কাছে চাঁদা দাবি করে। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হিজড়া বাহিনী তার ওপর চড়াও হয়। তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং অশ্লীল আচরণ শুরু করে। তিনি বাঁধা দিলে কয়েকজন হিজড়া একযোগে তাকে আক্রমণ করে। এসময় তাদের এলোপাতাড়ি কিলঘুষিতে ফাহাদের নাক ও ঠোঁট ফেটে রক্তাক্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।
পরে অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে টেকনিক্যাল ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দারুস সালাম থানায় শুভশ্রী(২০)-র নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিন/চারজন হিজড়া সন্ত্রাসীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন তিনি।
ফাহাদ বলেন, ‘ওরা হয়তো আজ আমাকে মেরেই ফেলতো! এরকম ঘটনা প্রতিটি বাসে, গাড়িতে ও বাসাবাড়িতে হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই, তারা সামাজিক অধিকার নিয়ে সুস্থ জীবনে ফিরে আসুক। কিন্তু তারা যেমন বেপরোয়াভাবে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে, খারাপ আচরণ করে নিরীহ মানুষকে লজ্জায় ফেলছে, মারধর-গালাগাল করছে; এসব সন্ত্রাসী কার্যক্রম অবিলম্বে রুখে দিতে হবে। আমি আমার দেশের পুলিশ প্রশাসন এবং আইনের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।’
উল্লেখ্য, ফাহাদ হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়েছেন। তিনি লাজফার্মা সাভার শাখার পরিচালক।