ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ : নদীর তীর দখল করে আলোচিত বোট ক্লাব স্থাপন করা হয়েছে কিনা। আর বোট ক্লাবে নিয়মিত মদ্যপান ও জুয়ে খেলা হয়। সেই ক্লাবের সভাপতির দায়িত্বে থাকেন পুলিশের মহাপরিদর্শক। আইজিপি সরকারের অনুমতি নিয়ে বোট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন কি না, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন বিএনপির সাংসদ হারুনুর রশীদ।
দেশের পুলিশ প্রধান বোট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন, স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে দেখতে পাননি সাংসদ হারুনুর রশীদ।
শুক্রবার (০৩ সেপ্টম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে বোট ক্লাবসহ তিনটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন হারুন। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য দেননি।
বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। ঢাকাসহ বিভিন্ন অভিজাত এলাকায় হাউস পার্টি, ডিজে পার্টির নামে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। সরকার মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে হারুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া যেসব কর্মকাণ্ড, মাদক কারবারের সঙ্গে তারাও জড়িয়ে পড়েছে।
হারুন বলেন, চিত্রনায়িকা পরীমণিকে গ্রেপ্তার ও জামিনের ঘটনাও বেশ নাড়া দিয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর পরীমণি গণমাধ্যমে বলেছেন, কত নাটক করে তাকে ধরে নেয়া হয়েছে। তাকে বলা হয়েছিল, শুধু অফিসে নেওয়া হবে আর কিছু জিজ্ঞাসা করা হবে। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, পরীমণির ঘটনা তদন্তের তদারক কর্মকর্তাকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পরীমণির বাসায় অভিযান চালিয়েছিল র্যাব। র্যাব নিজেরা এই ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছিল। কারণ, এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এদের যারা ব্যবহার করছে, তাদের চিহ্নিত করা দরকার।