ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট তথা আইএস। বৃহস্পতিবার রাতে আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে বিষয়টি জানায়। পাশাপাশি তারা ওই আত্মঘাতীর ছবিও প্রকাশ করে।
মূলত আইএস এর সহযোগী সংস্থা ইসলামিক স্টেট খোরাশান (আইএসআইএস-কে) এই হামলা চালিয়েছে। যারা এর আগে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করেছে।
হামলার দায় স্বীকার করে আইএস জানায়, তাদের আত্মঘাতী হামলকারী মার্কিন অনুবাদক ও সহযোগীদের ভীড়ের মধ্যে যেতে সক্ষম হয়। কাবুল বিমানবন্দরের ব্যারক ক্যাম্পের পাশে গিয়ে সে তার আত্মঘাতী হামলাটি চালায়। যাতে ৬০ জন নিহত হয় ও শতাধিক আহত হয়। নিহতদের মধ্যে নারী, শিশু, তালেবান ও মার্কিন সেনাও রয়েছে।
অবশ্য আইএসআইএস-কে তালেবানেরও পুরনো শত্রু। তারা দেশের বর্তমান অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলা চালিয়েছে।
এদিকে আরও হামলার শঙ্কা মাথায় নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিক ও সহযোগীদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো আফগানিস্তানে কমপক্ষে ১ হাজার মার্কিন নাগরিক রয়েছে। আর তাদের সহযোগী রয়েছে প্রায় ৫ হাজার।