ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ : রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই বাসা থেকে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়াও জব্দ কর হয়েছে দুটি গাড়ি।
বৃসস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলেন- কালাম রিয়েল এস্টেট নামক একটি প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সাল এবং তার গাড়ি চালক ইব্রাহিম ও আলম।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, কালাম রিয়েল এস্টেট নামক একটি প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সাল আবাসন ব্যবসার কথা বলে গুলশান-১ এর ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির ৫ম তলা ভাড়া নেন। সেই বাড়িতে সবার আড়ালে মাদক সাপ্লাইয়ের ব্যবসা করে আসছিলেন দীর্ঘদিন ধরে।
রাশেদুজ্জামান বলেন, তার বাসার আলমারি থেকে শুরু করে সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে। তারা এসব মদ কোথা থেকে সংগ্রহ করত কিংবা কতদিন ধরে সংগ্রহ করছে, তারা কাদের কাছে পৌঁছে দিত তা জিজ্ঞাসাবাদে জানা সম্ভব হবে। আমরা তাদের মাত্র আটক করেছি, জিজ্ঞাসাবাদ করব। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।
তিনি বলেন, ফয়সালের কাছে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের লাইসেন্স থাকলেও পরে রিনিউ (নবায়ন) করা হয়নি। আর মাদকের নিজস্ব লাইসেন্স থাকলেও এত মাদক মজুত কিংবা সংরক্ষণ করার আইনগত কোনো বৈধতা নেই।
এছাড়া গুলশান এক নম্বরের ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাসা ছাড়াও ১১৩ নম্বর রোডের কালাম রিয়েল এস্টেটের একটি অফিস থেকেও বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দুটি গাড়িও জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গুলশান ১ এর ১২৮ নম্বর রোডের বাড়ি থেকে বিভিন্ন ব্রান্ডের ১৪৯টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে।