ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ : আফগানিস্তানের সাবেক মন্ত্রী জার্মানির রাস্তায় রাস্তায় পিৎজা বিক্রি করছেন! আর সেই ছবি প্রকাশ্যে এনেছে ‘আল জাজিরার আরবি বিভাগ’। সৈয়দ আহমেদ শাহ সাদাত ২০১৮ সালে আশরাফ গনির মন্ত্রিসভায় যোগ দেন। কিন্তু পরবর্তীতে মতানৈক্যের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। পরে পাড়ি জমান জার্মানিতে। তবে টাকা শেষ হয়ে যাওয়ায় সেখানে তাকে পিৎজা ডেলিভারির কাজ নিতে হয়। খবর আনন্দবাজারের।
২০১৮ সালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরফ গনির মন্ত্রিসভায় যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী হিসেবে যোগ দিয়েছিলেন সাদাত। দুই বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর গনির সঙ্গে মতানৈক্যের জেরে পদত্যাগ করেন তিনি। গত বছর ডিসেম্বর থেকে সাদাত জার্মানির লিপজিগে বাস করছেন। পেট চালাতে সেখানেই পিৎজা ডেলিভারির কাজ নিতে হয় তাকে।
ব্রিটেনের ‘স্কাই নিউজ’কে সাদাত জানিয়েছেন, জার্মানি এসে টাকা শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে পিৎজা ডেলিভারির কাজ নিতে হয়েছে। অক্সফোর্ডের জোড়া স্নাতকোত্তর ডিগ্রিধারী সাদাত দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক বহুজাতিক কোম্পানিতে উচ্চ পদে কাজ করেছেন। আফগান সরকারের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
টেলিকম ক্ষেত্রে ২৩ বছর কাজ করেছেন তিনি। কাজের সূত্রে ঘুরেছেন সৌদি আরবসহ বিশ্বের ১৩টি দেশ। ২০১৮ সালে চাকরি ছেড়ে আফগান মন্ত্রিসভায় যোগ দেন। ২০২০ সালে সব ছেড়ে জার্মানি যাত্রা করেন। তখন থেকেই পিৎজা ডেলিভারির কাজ করছেন তিনি।
কিন্তু একসময় যার চারপাশে নিরাপত্তারক্ষী থাকতো সেই তাকেই এখন সাইকেল নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পিৎজা ডেলিভারি করতে হচ্ছে, কোনও অসুবিধা হচ্ছে না? স্কাই নিউজকে সাদাত জানিয়েছেন, তার জীবনযাত্রা এশিয়া ও আরব দুনিয়ায় ক্ষমতাশালীদের সঙ্গে মেলালে চলবে না। বরং নিজের জীবনকেই এক্ষেত্রে অনুঘটক হিসেবে চিহ্নিত করছেন গনি সরকারের সাবেক এই মন্ত্রী।
আফগানিস্তানে গনি সরকারের পতনের আশঙ্কা করেছিলেন? জবাবে তিনি বলেন, গনি সরকারের এত দ্রুত পতন হবে তা আমি ভাবতে পারিনি।