মোবাইল টাওয়ারের ব্যাটারি চোর চক্রের ২ জন গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ : রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন ইজিবাইক ও অটোরিকশার গ্যারেজে গড়ে উঠেছে চোরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি চোর চক্রের আস্তানা। বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের টাওয়ারে ব্যবহৃত ব্যাটারি সমূহ একটি সংঘবদ্ধচক্র চোর চক্র চুরি করে তা বিভিন্ন অটো রিকশা গ্যারেজে সরবরাহ করছে।

গোপনে এসব চোরাই ব্যাটারি ব্যবহৃত হচ্ছে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশায়। উচ্চক্ষমতাসম্পন্ন এ সকল ব্যাটারি সঠিক নিয়ম না মেনে অটোরিকশায় ব্যবহার করায় প্রায়শই আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটছে।

ইতোপূর্বে র‍্যাব-১০,লালবাগ ক্যাম্প অভিযান পরিচালনা করে এ চোরচক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে, তবুও থেমে নেই চোর চক্রের দৌরাত্ম্য।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৪ কামরাঙ্গীরচর থানাধীন ঝাউলাহাটি খন্দকার গলিতে দুটি অটোরিকশা গ্যারেজে অভিযান পরিচালনা করে এরূপ চোরাই পনেরটি ব্যাটারিসহ কবির কবির ও বাবলু নামে ব্যাটারি চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১০, লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনিসুজ্জামান বলনে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে এবং ব্যাটারি চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।