ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুষ্টিয়া প্রতিনিধি,রোববার, ২২ আগস্ট ২০২১ : গড়াই নদীতে সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল কুষ্টিয়াবাসীর। অবশেষে ২০১৭ সালে হয় শতকোটি টাকা ব্যয়ে শেখ নির্মিত হয় রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু।
গড়াই নদীর ভাঙন থেকে সেতু রক্ষায় দেয়া হয় বাঁধ। কিন্তু প্রায়ই সেই বাঁধে দেখা দেয় ভাঙন। গত এক সপ্তাহে ভেঙেছে একশ মিটার এলাকা। গড়াই নদীর পেটে চলে গেছে বসতবাড়ি, দোকানপাট। নি:স্ব প্রায় তীরের মানুষ।
প্রতিরক্ষাবাঁধ নির্মাণে ত্রুটির অভিযোগ করলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তবে ত্রুটির বিষয়টি অস্বীকার করেছেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
এলজিইডির অনুরোধে, ভাঙন দমাতে আপৎকালীন কাজ করছে পানি উন্নয় বোর্ড।