মাদক অভিযানে ধরা পড়লেন ১০ ধনীর দুলাল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার,২২ আগস্ট ২০২১ : রাজধানীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছেন ১০ ধনীর দুলাল। তাদের কাছে মিলেছে আধা কেজি ক্রিস্টাল মেথ বা আইস। যা ইয়াবার চেয়ে অন্তত ২০ গুণ শক্তিশালী।

কেউ গার্মেন্টস ব্যবসায়ী, কেউ সদ্য বিশ্ববিদ্যালয় পেরুনো। কেউ আবার পড়াশোনা শেষ করেছেন মালয়েশিয়া থেকে। আর্থিক সক্ষমতায় সবাই উচ্চবিত্ত। কিন্তু নেশার রাজ্যে ডুবে কেবল মাদকসেবীই নন; জড়িয়েছেন ব্যবসায়ও।

একটি ফোন নাম্বারের সূত্র ধরে গোয়েন্দা তৎপরতা চালায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সন্ধান মেলে ক্রিস্টাল মেথ বা আইস নামে ভয়ংকর মাদক ব্যবসায় জড়িত চক্রের। প্রথমেই অভিযান চলে উত্তরায়, সেখান থেকে বনানী, বারিধারা, বনশ্রীতে; একে একে ধরা পড়েন দুই নারীসহ ১০ জন।

শনিবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জানান, সহজে বহনযোগ্য হওয়ায় বাড়ছে আইসের বেচাকেনা।

তবে ধরা পড়া মাদকের উৎস সম্পর্কে কিছু জানাতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তারা। জানা যায়নি, ব্যবসার প্রক্রিয়া কিংবা ক্রেতার হদিস।