পুলিশ পরিচয়ে চাকুরীর দেওয়ার নামে লাক্ষ লাক্ষ টাকা আত্মসাৎ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২০ আগস্ট ২০২১ : রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর শেখদীর এক বিশ্ব প্রতারকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ মোঃ রাসেল শিকদার (৪০) ১৯/১৫ দক্ষিণ শেখদী,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন,যাত্রবাড়ী,ঢাকা নিজেকে ঢাকা মহানগর সিটি এসবির এস আই পরিচয়ে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত ব্যাক্তিরা টাকা পাওয়ার জন্য স্থানীয় কমিশনার ও দক্ষিণ শেখদী বাড়ীওয়ালা কল্যান সমিতির অফিসে প্রতিকার চেয়ে আবেদন করেছে।

প্রতারক পুলিশের চাকরী দেওয়ার নাম করে বহু মানুষের নিকট হইতে টাকা গ্রহন করেছে। প্রতারিতরা টাকা ফেরত চেয়ে প্রতারকের পিতা এডভোকেট বোরহান উদ্দিন শিকদারের কাছে টাকা ফেরত চেয়েছে।

 

প্রতারকের পিতা এডভোকেট বোরহান উদ্দিন শিকদার টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে। প্রতারক মোঃ রাসেল মিয়া শিকদার তিন শত টাকা ষ্ট্যাম্পে মোঃ সৈয়দ হোসেন রুবেলের (২৬) নিকট হইতে তিন লক্ষ টাকা গ্রহনের স্বাক্ষর করেছে। স্থানীয় বহু লোকের নিকট হইতে আরো টাকা সংগ্রহের সংবাদ পাওয়া গেছে। আমরা মোবাইল ফোনে প্রতারক মোঃ রাসেল শিকদার সাথে ০১৯১৮৮৮৮৩৩৯ ফোন নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায় নাই।