ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ : মিয়ানমার থেকে ইয়াবার পর এবার ভয়ঙ্কর ও দামি মাদক আইসের চালানও ঢুকছে বাংলাদেশে। কক্সবাজার কেন্দ্রিক মাদকের সিন্ডিকেট ইয়াবার চালানের সঙ্গে আইস পাঠানো হচ্ছে ঢাকায়। সিন্ডিকেটটি ভয়ভীতি দেখিয়ে মাদক পরিবহনে বাধ্য করছে চালকদের।
রাজধানীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের অর্ধ কেজি আইস ও ৮৮ হাজার পিস ইয়াবা এবং মাদক চক্রের ৯ সদস্যকে আটকের পর এ তথ্য দিয়েছে ডিবি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিমউদ্দিন, আব্বাসউদ্দিন, নাছিরউদ্দিন, মো. হোসেন, সঞ্জিত দাস, শিউলি আক্তার, কোহিনূর বেগম, রাশিদা বেগম ও মৌসুমী আক্তার।
বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সংবাদ সম্মেলন করা হয়। এতে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ডিবি গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে আইস ও ইয়াবা উদ্ধার করা হয়।
গত বছরের নভেম্বরে দেশে প্রথম ভয়ঙ্কর মাদক আইসের সন্ধান পায় ডিবি। সে সময় তারা জানায়, মালয়েশিয়া থেকে বিমানযোগে আসছে এসব মাদক।
তবে, সম্প্রতি ডিবির কাছে তথ্য আসে শুধু মালয়েশিয়া থেকে নয় মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে আইস। এমন তথ্যে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ।
ডিবি জানতে পারে গ্যাস সিলিন্ডার ভর্তি এই ট্রাকটিতে ভয়ংকর মাদক আইসের চালান আছে। রাজধানীতে প্রবেশের পর আটক করা হয় ট্রাকটি। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম আইস, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
শুধু আইস নয়, পাওয়া যায় ২০ হাজার পিস ইয়াবাও। চালক ও তার সহকারীর দেয়া তথ্যে ওই রাতেই আরেকটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও ৩০ হাজার পিস ইয়াবা। আটক করা হয় ৪ জনকে
চালকরা জানায়, কক্সবাজারের এক বড় মাদক কারবারি ইয়াবার চালানের সঙ্গে আইসের চালানও ঢুকিয়ে দেয়। রাজধানীর গুলশান বনানীর মতো অভিজাত এলাকার মাদক কারবারির কাছে পৌঁছে দেয়ার কথা ছিল চালানটি।
মাদকের এই চালানটির উৎস এবং গন্তব্য খুঁজতে গিয়ে ডিবি রাজধানীতে সন্ধান পায় আরো কয়েকজনের, যারা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক হয় আরো ৩ জন।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, আইসের চালান বন্ধে বিজিবির সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা। এদিকে, ডিবির মিরপুর বিভাগের আলাদা এক অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।